প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৩ ২১:৫৩

শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ মাঠে কুচকা আওয়াজ, ডিসপ্লে, ক্রীড়াপ্রতিযোগিতা এবং হাফিজার মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে তোপধ্বনী, সূর্যদয়ের সাথে সাথে মুক্তিযোদ্ধে শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন, জাতীয় পতাকা উত্তোলন, ক্রিড়া প্রতিযোগিতা এবং শহীদ হাফিজার রহমান মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু,উপজেলা ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজু, মুক্তিযোদ্ধা আকরাম হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম,কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, মৎস্য কর্মকর্তা আব্দুস শাকুর, শিক্ষা কর্মকর্তা এস.এম সারওয়ার জাহান, যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী, মাধ্যমিক শিক্ষা অফিসার টিএম আব্দুল হামিদ, শিবগঞ্জ সরকারি এম.এইচ কলেজ অধ্যক্ষ রফিকুল ইসলাম, শিবগঞ্জ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম দুলাল, আব্দুল বারী, আব্দুর রাজ্জাক বেলাল।

অপর দিকে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলী অর্পন, মসজিদে দোয়া মাহফিল ও
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগ প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সোহেল আক্তার মিঠু পৌর আওয়ামী লীগ সভাপতি আমিনুল হক দুদু, কৃষক লীগ সভাপতি লুৎফর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা রাসেল আহমেদ, ছাত্রলীগ নেতা আবু রায়হান, রাকিব হাসান।

উপরে