বগুড়ায় বীট মডেল স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

বগুড়ায় বীট মডেল স্কুল এন্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার বিকাল ৫টার দিকে বিসিক স্কুল ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ সাহাবুদ্দীন সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
এতে বিশেষ অতিথি হিসেবে বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক এবং বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না উপস্থিত ছিলেন। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু সহধর্মিণী জোবাইদা আহসান জবা এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ বজলুল করিম বাহার।
গত বছর প্রতিষ্ঠান থেকে ১৪জন এবং একাডেমিক রেজাল্টে সেরা ৪১জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেন অতিথিরা। এরপর প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিথিদের ক্রেস্ট দিয়ে বরণ করে নেয়া হয়। পরে অতিথিরা শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। খবর বিজ্ঞপ্তি