প্রকাশিত : ২৫ মে, ২০২৩ ১৭:২০

সাপাহারে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহতিকরণ কর্মশালা

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
সাপাহারে প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহতিকরণ কর্মশালা

নওগাঁর সাপাহারে “ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ (স্বার্বক্ষনিক) স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় এমসিএইচ- সার্ভিসেস ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শারমিন জাহান লুনা (অতি: দা:) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। 
কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন, ডা: মাহমুদুর রহমান,পরিচালক (এমসিএইচ- সার্ভিসেস) এবং লাইন ডাইরেক্টর (এমসিআর এ এইচ) পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা, মো: এনামুল হক পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাজশাহী, আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার সিভিল সার্জন নওগাঁ, আনোয়ারুল আজিম, উপ-পরিচালক পরিবার পরিকল্পনা নওগাঁ, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক প্রোগ্রাম ম্যানেজার মাতৃস্বাস্থ্য বিভাগের ডা: জাহাঙ্গীর আলম প্রধান, সহকারী পরিচালক (সিসি) ডা: কামরুল আহসন।
উক্ত অনুষ্ঠানে তিলনা ইউপি চেয়ারম্যান হারুন আল আজাদ, গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জান, আইহাই ইউপি চেয়ারম্যান জিয়াউজ্জামান টিটু মাষ্টারসহ  ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমান প্রামানিক। 

উপরে