প্রকাশিত : ২৮ মে, ২০২৩ ১৪:২৪

আদমদীঘিতে জাতির পিতার শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন

আদমদীঘি(বগুড়া)প্রতিনিধিঃ
আদমদীঘিতে জাতির পিতার শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন

বগুড়ার আদমদীঘি উপজেলার প্রশাসনের আয়োজনে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এঁর “জুলিও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি  উদযাপন করা হয়েছে। ১৯৭৩ সালে এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ন অনুষ্ঠানে বিশ্ব শান্তি পরিষদ আনুষ্ঠানিক ভাবে বঙ্গবন্ধুকে “জুলিও কুরি” শান্তি পদক পরিয়ে দেন।

পদক প্রাপ্তির ৫০বছর পূর্তি উদযাপন উপলক্ষে রবিবার সকাল ১১টায় আদমদীঘি উপজেলা হলরুমে এ লক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ। পরে উপজেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

উপরে