প্রকাশিত : ২৯ মে, ২০২৩ ২৩:০৫

আদমদীঘিতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি
আদমদীঘিতে তিনদিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্ধোধন

বগুড়ার আদমদীঘি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে তিন দিন ব্যাপী কৃষি প্রযুত্তি মেলার উদ্ধোধন করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় এলক্ষে উপজেলা সদরের বিভিন্ন রাস্তায় র‌্যালী প্রদক্ষিন শেষে উপজেলা ক্যাম্পাসে মেলার প্রধান ফটকে ফিতা কেটে উদ্ধোধন করার পর মেলা চত্বরে এক আলোচনা সভা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মনজু আরা বেগম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা,সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল,কৃষি সম্প্রসারন অফিসার দিপ্তী রানী রায়,থানার অফিসার ইনর্চাজ রেজাউল করিম,উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবু রেজা খান,নাজিমুল হুদা খন্দকার,ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু,জিল্লুর রহমান,কৃষি অফিসের এসএপিপিও সাইফুল ইসলাম প্রমূখ।

উপরে