প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৮:৩৪

উত্তরায় ৩ লাশ

মা-মেয়ের শ্বাসরোধ, ছেলের গলা কাটা
অনলাইন ডেস্ক
উত্তরায় ৩ লাশ

ঢাকার উত্তরায় উদ্ধার হওয়া মা, ছেলে ও প্রতিবন্ধী মেয়ের মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। মা জাহানারা বেগম মুক্তা ও প্রতিবন্ধী মেয়ে তাসপিয়া সুলতানা মীমকে শ্বাসরোধে এবং ছেলে কাজী মুহিত হাসান রসিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ময়নাতদন্তে ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন।

আজ সোমবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়।

ঢামেক ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘মা জাহানারা বেগম ও মেয়ে মীমের শ্বাসরোধে মৃত্যুর আলামত পাওয়া গেছে।  এ ছাড়া, ছেলে মহিদ হাসান রসির গলা কাটা পাওয়া গেছে। ’

তিনি বলেন, ‘এটি হত্যা না আত্মহত্যা, তা আমি নিশ্চিত করে বলতে পারব না। পুলিশি অনুসন্ধানে বিষয়টি স্পষ্ট হবে।’

এর আগে রোববার রাতে রাজধানীর উত্তরখান থানা মৈইনারটেকের একটি বাসা থেকে লাশ তিনটি উদ্ধারের সময় ঘরের সব দরজা-জানালা বন্ধ ছিল বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের ধারণা, আনুমিক দুই থেকে তিন দিন আগে তারা মারা গেছেন।

উপরে