প্রকাশিত : ২৩ মে, ২০১৯ ১২:৫৫

নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন আর নেই

অনলাইন ডেস্ক
নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন আর নেই

বরেণ্য নজরুলসংগীত শিল্পী খালিদ হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগের পাশাপাশি তিনি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন।

গুরুতর অসুস্থ খালিদ হোসেন রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার রাত সোয়া ১০টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার কুষ্টিয়ায় মায়ের কবরে তাঁকে দাফন করা হবে।

সংগীতে বিশেষ অবদানের জন্য একুশে পদকে ভূষিত হন গুণী এই শিল্পী। বরেণ্য এই শিল্পী গত পাঁচ দশক নজরুল গবেষণা এবং নজরুলগীতির শুদ্ধ স্বরলিপি প্রণয়নে কাজ করছিলেন।

ছয়টি নজরুলগীতি ও ১২টি ইসলামী সংগীতের অ্যালবাম রয়েছে খালিদ হোসেনের। ‘চম্পানদীর তীরে’ শিরোনামে একটি আধুনিক গানের অ্যালবামও রয়েছে তাঁর। ১৯৪০ সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন খালিদ হোসেন।

উপরে