প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:১০

অতিথি পাখির আগমনে মুখরিত করতোয়া নদী

অনলাইন ডেস্ক
 অতিথি পাখির আগমনে মুখরিত করতোয়া নদী

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের করতোয়া নদীতে ঝাঁকে ঝাঁকে নানা প্রজাতির অতিথি পাখির আগমন চোখে পড়ছে। অতিথি পাখিদের মনোরম উপস্থিতিতে প্রকৃতিতে এসেছে নতুন রূপ। ভিনদেশি এসব পাখি হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন বয়সী মানুষের বিনোদনের অন্যতম মাধ্যম।

তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মর্জিনা ইসলাম বলেন, ‘অতিথি পাখি শীতকালের সৌন্দর্য। যার উপস্থিতিতে প্রকৃতিতে আসে নতুন রূপ। একটি নির্দিষ্ট সময়ের পর তারা চলে যায়। তারা আমাদের ক্ষতি করে না। অথচ দেশের বিভিন্ন স্থানে এ পাখি শিকার করা হয়। জীবন বাঁচাতে এসে জীবন দিতে হয় ভিনদেশি পাখিদের।’

নওগাঁর প্রদীপ কর্মকার বলেন, ‘প্রতিবছর শীতের সময় বিভিন্ন বিলে দেখা গেলেও এবার প্রথম আমাদের এলাকায় অতিথি পাখি আসে। আমরাও অতিথিদের অপেক্ষায় থাকি। আমরা তাদের প্রতি খেয়াল রাখি। তাদের ওপর নজর রাখি, যাতে কেউ শিকার করতে না পারে।’

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বলেন, ‘এ পাখি প্রকৃতির সৌন্দর্য বা অলঙ্কার। এ অলঙ্কার ধ্বংস করা মানে পরিবেশ ধ্বংস করা। প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য পাখির বিচরণক্ষেত্র রক্ষা করতে হবে। আমাদের দেশ অতিথি পাখির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে।’

উপরে