প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১৪:৩০

হাসপাতালে ডিপজল

অনলাইন ডেস্ক
হাসপাতালে ডিপজল

ঢাকাই ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল হাসপাতালে ভর্তি। হঠাৎ ঠান্ডায় অসুস্থ হয়ে পড়েন এই অভিনেতা।

শনিবার রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

এদিন হাসপাতালে ডিপজলকে দেখতে গিয়েছিলেন কিংবদন্তি অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুকএমপি।

এদিকে বিরতি ভেঙে আবারও চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন ডিপজল। মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত সৌভাগ্য’ ছবিটি।

এফ আই মানিক পরিচালিত ছবিতে ডিপজলের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী। এটি মনোয়ার হোসেন ডিপজলের নিজস্ব প্রযোজনা সংস্থা অমিবনি কথাচিত্রের ব্যানারে নির্মিত হয়েছে।

উপরে