প্রকাশিত : ২৬ মার্চ, ২০২০ ১২:০৪

চলে গেলেন বলিউড অভিনেত্রী নিম্মি

অনলাইন ডেস্ক
চলে গেলেন বলিউড অভিনেত্রী নিম্মি

বলিউড অভিনেত্রী নিম্মি মারা গেছেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।

বেশ কিছুদিন ধরে হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। 

বুধবার সন্ধায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বৃহস্পতিবার বিকেলে তার শেষকৃত্য সম্পন্ন হবে।

ভারতীয় গণমাধ্যমের খবর, নার্গিসনূতনের মতো বিখ্যাত না হলেও নিম্মি গত শতাব্দীর পাঁচ-ছয়ের দশকে পর্দা কাঁপিয়েছেন। তার আসল নাম নবাব বানু। রাজ কাপুর তার নাম রেখেছিলেন নিম্মি। 

বলা যায়নিম্মি রাজ কাপুরেরই আবিষ্কার। সেই সময় বলিউডে তিনি চুটিয়ে কাজ করেছেন।

নিম্মির প্রথম ছবি ছিল ‘বরসাত ছবিতে এই পাহাড়ি মেয়ের ভূমিকায় অভিনয় করেন তিনি। 

কিছুক্ষণের স্ক্রিন প্রেজেন্সেই নিম্মি বুঝিয়ে দিয়েছিলেন তার অভিনয়ে দক্ষতার কথা। 

রাজ কাপুর ছাড়া দেব আনন্দ আর দিলীপ কুমারের সঙ্গেও অভিনয় করেন তিনি। 

১৯৫২ সালে মেহবুব খানের বিগ বাজেট ফিল্ম ‘আন’- অভিনয় করেন নিম্মি। 

ছবিতে ছিলেন দিলীপ কুমারপ্রেম নাথ  নাদিরা।

এছাড়াও ‘মেরে মেহবুব’, ‘উড়ান খাটোলা’, ‘বসন্ত বাহার’-এর মতো ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।

২০০৭ সালে লেখক আলী রাজাকে বিয়ে করেন নিম্মি। বছর কয়েক আগে থেকে প্রবল শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন তিনি।

 এছাড়া বার্ধক্যজনিত অন্য সমস্যাও ছিল। স্মৃতিশক্তি হারাতে শুরু করেন অভিনেত্রী।

 কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়ায় জুহুতেতার বাড়ির কাছেই একটি নার্সিং হোমে তিনি ভর্তি হন। সেখানেই মারা যান এই অভিনেত্রী।

উপরে