প্রকাশিত : ১৬ জুলাই, ২০২১ ১৭:১২

অভিনেত্রী সুরেখা সিকরি আর নেই

অনলাইন ডেস্ক
অভিনেত্রী সুরেখা সিকরি আর নেই

না ফেরার দেশে পাড়ি জমালেন বলিউড অভিনেত্রী সুরেখা সিকরি।

শুক্রবার (১৬ জুলাই) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বর্ষীয়ান এই তারকা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ম্যানেজার।

গত বছরের সেপ্টেম্বরে জুস পান করতে গিয়ে ব্রেইন স্ট্রোক করেছিলেন সুরেখা সিকরি। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় জুহুর ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিলো বলিউডের বর্ষীয়ান অভিনেত্রীকে। ছিলেন আইসিইউতে।

পরে হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও বেশিরভাগ সময়ই অসুস্থ ছিলেন প্রয়াত এই অভিনেত্রী।

১৯৪৫ সালে উত্তরপ্রদেশে জন্ম সুরেখা সিকরির। ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্রী সুরেখা। কিন্তু কখনও সিনেমার নায়িকা হতে চাননি। চেয়েছিলেন শুধু অভিনেত্রী হয়ে চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে। তাই করেছেন ‘কিসসা কুর্সি কা’, ‘তামস’, ‘সমীর ল্যাংড়ে পে মত রো’, ‘সর্দারি বেগম’, ‘মাম্মো’, ‘জুবেইদা’ থেকে ‘বাধাই হো’র মতো সিনেমায়।

টেলিভিশনেও চুটিয়ে অভিনয় করেছেন ‘সাঞ্ঝা চুলাহ’, ‘সিআইডি’, ‘বালিকা বধূ’, ‘সাত ফেরে’র মতো একাধিক ধারাবাহিকে।

‘মাম্মো’, ‘তামস’ ও ‘বাধাই হো’-র জন্য তিনবার সেরা-সহ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন সুরেখা সিকরি।

সুরখাকে সর্বশেষ দেখা গিয়েছিল জোয়া আখতার পরিচালিত নেটফ্লিক্সের অ্যান্থলজি ‘ঘোস্ট স্টোরিজ’-এ।  লকডাউনে সরকার যখন ৬৫-এর উপরের অভিনেতাদের কাজ করার কথা মানা করেন তখন প্রতিবাদ করেছিলেন প্রয়াত এই অভিনেত্রী। বরাবর নিজের মূল্যবোধে অনড় থেকেছেন তিনি। 

উপরে