পঞ্চগড়ে গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মাণ ও মঞ্চায়ন বিষয়ক প্রস্তুতিমূলক সভা
 
মহান স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় গণহত্যার পরিবেশ থিয়েটার নির্মাণ ও মঞ্চায়ন বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা শুক্রবার শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও শিল্পকলা একাডেমির সভাপতি মো. জহুরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। সভায় একাডেমির সাধারণ সম্পাদক আবু তোয়াবুর রহমান, কালচারাল অফিসার জাকির হোসেন ও নাট্যকার সম্বিত সাহা বক্তব্য দেন।
এর আগে জেলার বোদা উপজেলার ঢাপঢুপ বধ্যভূমিতে গণহত্যা নিয়ে রচিত ‘তিষ্ঠ ক্ষণকাল’ এই পরিবেশ নাটকটি দুই মাস ধরে মহড়ার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

 পঞ্চগড় প্রতিনিধি
                    
                পঞ্চগড় প্রতিনিধি             
             
 
 
 
 
 
 
.jpg) 
 
 
 
