প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২৩ ২২:২৭

গ্র্যামি জিতলেন ‘নির্যাতিত’ ইরানি গায়ক শেরভিন হাজিপুর

অনলাইন ডেস্ক
গ্র্যামি জিতলেন ‘নির্যাতিত’ ইরানি গায়ক শেরভিন হাজিপুর

প্রথমবারের মতো গ্র্যামি জিতলেন ইরানি গায়ক শেরভিন হাজিপুর। ইরানি নারীদের নেতৃত্বাধীন বিক্ষোভের একটি গানের জন্য কারাগারে প্রেরণ করা হয় এই গায়ককে। ভোগ করতে হয় ইরান সরকারের নির্যাতন। এবার তার সেই প্রতিবাদী গানের স্বীকৃতিস্বরূপ সংগীত জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার গ্র্যামি জয় করেন তিনি। 

২০২৩ গ্র্যামি অ্যাওয়ার্ডে সামাজিক পরিবর্তনের জন্য সেরা গানের পুরস্কার জিতেছেন হাজিপুর। তিনি তার গান ‘বারায়ে’র জন্য পুরস্কার জিতেছেন। গ্র্যামি ওয়েবসাইট অনুসারে, গানটি দুই দিনেরও কম সময়ে ৪০ মিলিয়নেরও বেশি লোক শুনেছে। 

গত বছর দেশটিতে ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুর পরে হিজাব শাসনের বিরুদ্ধে জেগে ওঠেন ইরানি নারীরা। রাস্তায় নেমে আসেন প্রতিবাদী ইরানি নারীগণ। সেই সময়ে হাজিপুরের গান ‘বারায়ে’ ইরানি নারীদের নেতৃত্বাধীন বিক্ষোভের প্রতিবাদী সংগীত হয়ে উঠেছিল। তার গানটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল ইরানি নারীদের মাঝে।

রবিবার (৫ ফেব্রুয়ারি) লস অ্যাঞ্জেলসে আয়োজিত গ্র্যামি অ্যাওয়ার্ড নাইটে শেরভিন হাজিপুরকে গ্র্যামি পুরস্কার বিজয়ী ঘোষণা করেন মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। পুরস্কার ঘোষণা করে তিনি গানটিকে স্বাধীনতা এবং নারী অধিকারের জন্য একটি শক্তিশালী এবং কাব্যিক আহ্বান বলেও অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই গানটি মাশা আমিনি হত্যার প্রতিবাদের মূল সংগীত হয়ে ওঠে। নারী অধিকারের জন্য একটি শক্তিশালী এবং কাব্যিক আহ্বান তার এই গান। শেরভিনকে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু এই গানটি তার শক্তিশালী বার্তা ছড়িয়ে দিয়েছে স্বাধীনতাকামী প্রতিটি নারীর কাছে। সারা বিশ্বে নারীদের জাগ্রত করতে সাহায্য করেছে এই গান।’

গত বছর ইরানে মাশা আমিনির মৃত্যুর পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেই সময় নিজের ইনস্টাগ্রাম পেজে গানটি শেয়ার করেন গায়ক শেরভিন হাজিপুর। হাজিপুরের গানটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপর তাকে গ্রেপ্তার করে ইরানি পুলিশ। বেশ কয়েক দিন জেল খাটার পর অক্টোবরে জামিনে মুক্তি পান এই গায়ক।

আমিনির মৃত্যুর পর থেকে বিক্ষোভে কেঁপে উঠেছে ইরান। নারীরা তাদের হিজাব খুলে এবং ছিঁড়ে ফেলে প্রতিবাদ জানিয়েছে। হিজাব পুড়িয়ে ইরানি রাষ্ট্রের বিরুদ্ধে জনসমক্ষে তাদের চুল কেটেছেন অনেকে। ইরান সরকার সহিংসভাবে বিক্ষোভের মোকাবেলা করে এবং হিউম্যান রাইটস অ্যাকটিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, এই বিক্ষোভে কমপক্ষে ৫২৭ জন রাষ্ট্রীয় নিরাপত্তাকর্মীদের হাতে নিহত হয়েছেন।

সূত্র : আউটলুক ইন্ডিয়া

উপরে