প্রকাশিত : ৫ জুন, ২০২৩ ১২:৫০

শাহরুখপুত্রের পরিচালনায় রণবীর

অনলাইন ডেস্ক
শাহরুখপুত্রের পরিচালনায় রণবীর

শাহরুখ-গৌরি খান দম্পতির বড় সন্তান আরিয়ান খান। ‘স্টারডম’ শিরোনামে ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। ৬ পর্বের এই সিরিজের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার পরিচালনায় অভিনয় করছেন বলিউড অভিনেতা রণবীর কাপুর।

মিড-ডে এক প্রতিবেদনে জানিয়েছে, গত ৩ জুন ওয়েব সিরিজটির শুটিং শুরু করেছেন আরিয়ান। এ সিরিজে ক্যামিও চরিত্রে দেখা যাবে রণবীর কাপুরকে। ওরলির সেঞ্চুরি মিলে সেট নির্মাণ করা হয়। সেখানে শুটিং করেন রণবীর। এসময় শাহরুখ খান উপস্থিত ছিলেন। এ ওয়েব সিরিজে বিশেষ একটি চরিত্রে দেখা যাবে করন জোহরকে।

এর আগে ওয়েব সিরিজের সঙ্গে যুক্ত একটি সূত্র পিংকভিলাকে বলেন, ‘সিরিজের নামটি ইউনিভার্সেল। এই একটি শব্দ প্রতিটি সিনেমা প্রেমিককে নাড়া দেবে। ফিল্ম ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর কাহিনি। সুতরাং এরচেয়ে সুন্দর নাম আর কি হতে পারে!’

৬ পর্বের ‘স্টারডম’ সিরিজটি বিলালের সঙ্গে রচনা করেছেন আরিয়ান। সিরিজটি রেড চিলিস এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে।

উপরে