প্রকাশিত : ২৮ অক্টোবর, ২০১৯ ১৬:১৯

নিজেই তৈরি করুন মজাদার চাওমিন

অনলাইন ডেস্ক
নিজেই তৈরি করুন মজাদার চাওমিন

অনেকে চাওমিন খেতে খুব পছন্দ করেন। কিন্তু মজা করে এটা তৈরি করতে পারেন না। সমস্যা নেই, দেখে নিন এই রেসিপি। এরপর তৈরি করে ফেলুন আপনার পছন্দের খাবার।

উপকরণ: সেদ্ধ নুডুলস- ২ কাপ, মুরগির হাড় ছাড়া মাংস- ১ কাপ, আদা-রসুন মিহি কিমা- ২ চা চামচ, চিলি সস- ১ টেবিল চামচ, টমেটো সস- ১ টেবিল চামচ, পেঁয়াজ ফালি- ৪টা, ক্যাপসিকাম ফালি- এক কাপ, পেঁয়াজ কলি – এক কাপ, বরবটি- হাফ কাপ, গাজর- হাফ কাপ, মটরশুঁটি- হাফ কাপ, ভেজিটেবল অয়েল- ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া- আধ চা চামচ, লবণ- স্বাদমতো।

প্রণালি: প্রথমে প্যানে তেল দিয়ে আদা, রসুন কুচি দিয়ে ভাজুন। ঘ্রাণ ছড়াতে শুরু করলে মুরগির হাড় ছাড়া মাংস গুলো দিয়ে দিন। একটু ভেজে এতে চিলি সস দিন। ভালো করে মিশিয়ে এরপর এতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কলি কুচি, ও বাকি সব সবজি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে নুডুলস মেশান।নুডুলস মেশানোর পর লবণ ও ফ্রেশ গোলমরিচ গুঁড়া মেশাতে হবে। এবার সব ভালোভাবে মিশিয়ে নিয়ে রান্না করুন ৫ মিনিটের মতো। তারপর গরম গরম পরিবেশন করুন।

উপরে