প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০ ১২:৩০

নন্দীগ্রামে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় সভা

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নন্দীগ্রামে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় সভা

বগুড়ার নন্দীগ্রামে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ই মার্চ বেলা ২টায় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এ সচেতনতামূলক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একরামুল হক, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, নন্দীগ্রাম প্রেস কাবের সভাপতি নাজমুল হুদা, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান, নন্দীগ্রাম প্রেস কাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংবাদিক জাকারিয়া ইসলাম লিটন ও আব্দুর রউফ উজ্জল প্রমুখ। উক্ত মতবিনিময় সভায় করোনাভাইরাস সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক গুজব না ছড়ায়।

বিদেশ ফেরত কেউ এলাকায় এলে সে সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করণ ও হোম কোয়ারেন্টাইনে রাখা মানেই আক্রান্ত নয়। এটা শুধু সতর্কতামূলক ব্যবস্থা। সবাই যেন সতর্কতা অবলম্বন করে।

 

উপরে