logo
আপডেট : ১১ জুন, ২০১৯ ১৩:৩০
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির শঙ্কা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বৃষ্টির শঙ্কা

ব্রিস্টলের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ দিনভর বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে সেখানে।  

আবহাওয়ার রিপোর্ট বলছে আজ স্থানীয় সময় সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে। এরপর ৬টার দিকে বৃষ্টি থামলেও সন্ধ্যা সাতটা থেকে নয়টা পর্যন্ত টানা বৃষ্টির আশঙ্কা রয়েছে ব্রিস্টলে।

বৃষ্টিতে যদি শেষ পর্যন্ত ম্যাচটি পণ্ড হয়ে যায় তাহলে সমস্যায় পড়বে বাংলাদেশ। এরিমধ্যে টানা দুই ম্যাচে হেরে ব্যাক ফুটে বাংলাদেশ দল। ইংল্যান্ডের বিপক্ষে ১০৬ রানের বড় ব্যবধানে হেরে রান রেটে বেশ পিছিয়ে রয়েছে টাইগাররা

(-)০.৭১৪ রান রেট নিয়ে অষ্টম অবস্থানে থাকা বাংলাদেশের জন্য তাই এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আজ খেলা না হলে সমান ১ পয়েন্ট করে পাবে দুই দল।

গতকাল বাংলাদেশ অধিনায়ক স্পষ্ট বলে দেন, আমাদের ২ পয়েন্ট চাই।

'ম্যাচটি না হলে আমাদের জন্য অনেক কঠিন হিসেব নিকেশ হবে। ম্যাচটি হওয়া অনেক প্রয়োজন। আগের দুটো ম্যাচের একটিতে জিতলে এতো বেশি প্রয়োজন নাও হতে পারতো। তাই আমরা চাচ্ছি ম্যাচটা যেন অবশ্যই হয়।'

আজ বিকেল সাড়ে ৩টায় ব্রিস্টলে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচটি।