logo
আপডেট : ১৫ মার্চ, ২০২০ ১৪:২৩
ঝাল মসলা নুডুলস রেসিপি
অনলাইন ডেস্ক

ঝাল মসলা নুডুলস রেসিপি

একই ধরনের নুডুলস খেয়ে বিরক্ত? বিকেলের নাস্তায় মুখরোচক ঝাল মসলা নুডুলস বানিয়ে নিন খুব সহজে। এই ঝাল মশলা নুডুলস একবার খেলে বারবার খেতে চাইবেন তবে জেনে নিন কিভাবে তৈরি করবেন এই ঝাল মসলা নুডুলস রেসিপিটি

উপকরণ:

 নুডুলস- ২ প্যাকেট

সিদ্ধ করা আলু- ৩টা

 পেঁয়াজ কুচি- ১/২ কাপ

কাঁচামরিচ কুচি- ৪ টা

 আদা-রসুন কুচি -১ টেবিল চামচ

 লেবুর রস- সামান্য পরিমাণ

 টমেটো কুচি-১/২ কাপ

গাজর কুচি-১/২ কাপ

 তেল- ২ টেবিল চামচ

 গরম মসলার গুঁড়া- ১/২ চা চামচ

জিরার গুঁড়া- ১/২ চা চামচ

ধনিয়ার গুড়া-১/২ চা চামচ

 লাল মরিচের গুঁড়া-১/২ চা চামচ

সয়া সস -১/২ চা চামচ 

 চিলি সস- ২ টেবিল-চামচ

 টমেটো সস- ১ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী:

প্রথমে একটি কড়াইতে মিডিয়াম আছে ২ টেবিল চামচ তেল দিয়ে দিন।

তেল দেওয়ার পর তেল গরম হলে তেলের মধ্যে আদা-রসুন কুচি দিয়ে হালকা ভেজে নিন।

আদা-রসুন কুচি ব্রাউন কালার করে ভাজার পর এর মধ্য দিয়ে দিন গরম মসলার গুঁড়া, জিরার গুড়া, ধনিয়ার গুড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে তারপর এরমধ্যে পেঁয়াজকুচি দিয়ে দিন।

পেঁয়াজ কুচি গুলো দেওয়ার পর এর সাথে গাজর টমেটো কুচি গুলো দিয়ে দিন।

 এরপর ভাজতে ভাজতে নরম হয়ে আসলে এর মধ্যে নুডুলস এর সাথে থাকা মশলার একটা প্যাকেট দিয়ে নাড়তে থাকুন।

এখন এরমধ্যে ২ কাপ পরিমাণ পানি দিয়ে বাকি থাকা একটি মসলার প্যাকেট দিয়ে দিন।

পানি দেওয়ারপর এরমধ্যে নুডুলসের প্যাকেট দুটো ভেঙ্গে পানির মধ্য দিয়ে দিনহালকা তাপে সিদ্ধ করে নিন।

নুডুলস এর পানি যখন শুকিয়ে আসবে তখন এরমধ্য ১/২ চা চামচ সয়া সস, ২ টেবিল চামচ পরিমাণ চিলি সস এবং১ টেবিল চামচ এর মত টমেটো সস, মরিচের গুঁড়া সামান্য পরিমাণ দিয়ে নাড়তে থাকুন।

এরপর আপনি কাঁচামরিচ কুচি উপরে ছড়িয়ে দিয়ে নেড়েচেড়ে নিন।

হওয়ার আগে আপনি সামান্য পরিমাণ লেবুর রস ছড়িয়ে দিন।

তারপর যখন  নুডুলস এর ভেতর সামান্য সামান্য পানি থাকবে তখনই হয়ে যাবে আপনার পছন্দের ঝাল মসলা নুডুলস।