logo
আপডেট : ৫ মে, ২০২০ ১৪:৫৫
কবিতাঃ খোঁজ- রাহুল রাজ

কবিতাঃ  খোঁজ- রাহুল রাজ

এসেছিল প্রেম, ভেসেছিল মন
দেখেছিল রাঙ্গা মুখ।
নিয়েছিল হাতে, দিয়েছিল কথা
গিয়েছিল যত দুখ।

সেই মুখ আজ বিমুখ হয়েছে
নতুন মুখের ভিড়ে।
খোঁজে তবু চোখে, কত নানা লোকে
গেছে যে বাঁধন ছিড়ে।

খাঁচা ভাঙ্গা পাখি
যতই না ডাকি-
খাঁচায় ফেরে না আর।
ডানার ভরে, পরের ঘরে
বন্ধ করে দার।

কত ফুল ফোঁটে কত বাগানে
সব হয় না মালা।
জয় যায় ডুবে, পরাজয় তলে
গোপন প্রেমের জ্বালা।