logo
আপডেট : ২১ মে, ২০২০ ১৬:৪৯
করোনায় আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু
অনলাইন ডেস্ক

করোনায় আক্রান্ত হয়ে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাস প্রতিরোধে দায়িত্ব পালনকালে পুলিশের আরেক সম্মুখযোদ্ধা কনস্টেবল মোখলেছুর রহমান আক্রান্ত হয়ে মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চট্টগ্রাম জেলা পুলিশের অধীন সদর কোর্টে কর্মরত ছিলেন।

আজ বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (গণমাধ্যম) মো. সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

মোখলেছুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার টামটা গ্রামে। তার স্ত্রী, তিন কন্যা ও এক পুত্র সন্তান আছে। মো. মোখলেছুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

সোহেল রানা জানান, মোখলেছুর রহমানের মরদেহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, এ নিয়ে বাংলাদেশ পুলিশের ১০ সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এদিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৫১১, আর মারা গেছেন ৪০৮ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৬০২ জন।