logo
আপডেট : ২৩ মে, ২০২০ ১৪:০৪
টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
অনলাইন ডেস্ক

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুর মহানগরের টঙ্গী মাজার বস্তিতে কথিত বন্দুকযুদ্ধে মো. হাসান (২৮) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

মো. হাসান টঙ্গীর মাজার বস্তি এলাকার মৃত রুহুল আমিনের বড় ছেলে। তার নামে ডাকাতি, অস্ত্র ও মাদকের ১৬টি মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব। 

র‌্যাব-১-এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে র‌্যাব-১ এর একটি টিম টঙ্গী বাজার ও মাঝার বস্তি এলাকায় অভিযান চালায়। এসময় র‌্যাবকে দেখে মাদক ব্যবসায়ী হাসান পালানোর চেষ্টা করে। পরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হাসান গুলিবিদ্ধ হয়। পরে তাকে টঙ্গী সরকারি আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

ময়নাতদন্তের পর হাসানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. পারভেজ আহম্মেদ।