logo
আপডেট : ২৬ জুন, ২০১৯ ১২:৪৬
সালমানের বিরুদ্ধে সাংবাদিকের মামলা
অনলাইন ডেস্ক

সালমানের বিরুদ্ধে সাংবাদিকের মামলা

ভারতের রাস্তায় ছবি তোলা নিয়ে মারধর, গালিগালাজ, হুমকিসহ একাধিক অভিযোগ এনে বলিউড ভাইজান সালমান খানের বিরুদ্ধে মামলা করেছেন মুম্বাইয়ের এক টেলিভিশন সাংবাদিক। অভিযোগে সালমানের সঙ্গীদেরও নাম আছে। আগামী ১২ জুলাই আন্ধেরির আদালতে এই মামলার শুনানি হবে।

ভারতের গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মহারাষ্ট্রের একটি বেসরকারি নিউজ চ্যানেলের সাংবাদিক অশোক এস পাণ্ডে আন্ধেরির দশম কোর্টে ফৌজদারি মামলাটি করেছেন। অভিযোগে তিনি জানান, ২৪ এপ্রিল তিনি জুহু থেকে কান্দিবলী যাচ্ছিলেন। তার গাড়িতে ক্যামেরাম্যান সৈয়দ ইরফানও ছিলেন। হঠাৎ তারা সালমানকে সাইক্লিং করতে দেখেন। এ সময় সালমানের বডিগার্ডের কাছে ভিডিও করার জন্যে অনুমতি চান। তারা সম্মতি দিলে তিনি ভিডিও করেন। তবে সালমান রেগে যান। তখন সালমানের বডিগার্ডেরা সাংবাদিকদের উপর ঝাঁপিয়ে পড়ে ও তাদের হেনস্তা করে। মারধর করে মোবাইল ফোন কেড়ে নেন।

সাংবাদিকের ভাষ্য অনুযায়ী, তিনি স্থানীয় ডিএন নগর থানার উদ্দেশে রওনা দিলে সালমান খান তাকে গালিগালাজ করতে থাকেন।

ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমানের সাইক্লিং করার একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, ভাইজান সাইক্লিং করছেন। তাকে ভক্তরা শুভেচ্ছা জানাচ্ছেন, কেউবা ভিডিও করার চেষ্টা করছেন।

তবে পুলিশ জানায়, সালমানের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি। সালমানের এক সঙ্গী জোহাইব ফোনকল করে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব করেন। কিন্তু মামলাকারী  অশোক সেই প্রস্তাবে রাজি হননি।