logo
আপডেট : ২৬ জুন, ২০১৯ ১৯:৪৩
বগুড়ায় বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

টিএমএসএস এর মানবাধিকার ও জেন্ডার বিভাগের উদ্যোগে বগুড়ার সদরের মাটিডালী শাখায় বুধবার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।উক্ত ওরিয়েন্টেশন প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান। বক্তব্য রাখেন টিএমএসএস পরামর্শক ও সাবেক যুগ্ন সচিব নাজমুল হক,টিএমএসএস পরিচালক আব্দুস সালাম, যুগ্ন পরিচালক কামরুজ্জামান খান প্রমুখ। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মাহবুব মোরশেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী সাহানা আফরোজ খানম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের উন্নয়নে নারীদের পিছিয়ে থাকার সুযোগ নেই। বাল্য বিবাহ উন্নয়নে অন্তরায়। সমাজ থেকে এই প্রতবিন্ধকতা দূর করতে সবাইকে এক সাথে কাজ করতে হবে।