logo
আপডেট : ২৮ জুন, ২০২০ ১৫:২১
দেশে করোনায় মৃতের সংখ্যা ১৭শ’ ছাড়ালো
অনলাইন ডেস্ক

দেশে করোনায় মৃতের সংখ্যা ১৭শ’ ছাড়ালো

দেশে গেল ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮০৯ জন।  এছাড়া করোনায় আক্রান্ত হয়ে আরও ৪৩ জন মারা গেছেন। সব মিলিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৭৩৮ জনে দাঁড়িয়েছে।

রোববার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। 

অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গেল ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের নমুনাসহ মোট পরীক্ষা করা হয় ১৮ হাজার ৯৯টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা হলো ৭ লাখ ৩০ হাজার ১৯৭টি। শনাক্তের হার ২১ দশমিক ০৫ শতাংশ।

তিনি জানান, গেল ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪০৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৫ হাজার ৭২৭ জন।

ডা. নাসিমা সুলতানা বলেন, নতুন করে যে ৪৩ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ১৪জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ২৬ শতাংশ।

বিশ্বের নানা প্রান্তে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি এক লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৫ লাখ দেড় হাজারের বেশি মানুষের। ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে আক্রান্তের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৭তম।