logo
আপডেট : ২৯ জুন, ২০২০ ১৭:২৫
জাদুকাটায় গাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত!
ষ্টাফ রিপোর্টার

জাদুকাটায় গাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত!

সীমান্তনদী জাদুকাটায় গাছ ধরতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে জুয়েল মিয়া (২৭) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।রবিবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে বাদ এশা সুনামগঞ্জের তাহিরপুরের ঘাগটিয়া মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কাইকরপাড়া পঞ্চায়েতি কবরস্থানে তাকে দাফন করা হয়।,
নিহত জুয়েল জেলার তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের ঘাগটিয়া কাইকরপাড়ার আফাজ উদ্দিনের ছেলে।রবিবার রাতে পরিবারের লোকজন বিএসএফের গুলিতে জুয়েলের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তারা আরোও জানান,উপজেলার ঘাগটিয়ার কাইকরপাড়ার জুয়েল কয়েকজন সহযোগীর সাথে ছোট নৌকা নিয়ে শনিবার সকালের দিকে টানা বৃষ্টিপাতে ভারতের মেঘালয় থেকে ধেয়ে আসা পাহাড়ি ঢলের পানিতে সীমান্তনদী জাদুকাটা দিয়ে ভেসে আসা গাছ ধরতে যান।এক পর্যায়ে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন(বিজিবি)’র লাউরগড় কোম্পানী হেডকোয়ার্টার নিয়ন্ত্রিত ভারত বাংলাদেশ সীমান্তের মেইন পিলার ১২০৩ অতিক্রম করে স্রোতের তোড়ে ভাসতে ভাসতে ছোট নৌকাটি ভারতের মেঘালয় ষ্টেইটের অভ্যন্তরে ঘোমাঘাট বাজারমুখী অগ্রসর হতে থাকে।এরপর বেলা ১২টার দিকে ভারতের শিলং-১১ বিএসএফ ব্যাটালিয়নের ঘোমাঘাট কোম্পানী হেডকোয়ার্টারের টহল দল নৌকায় থাকা বাংলাদেশি নাগরিকদের লক্ষ করে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে।

বিএসএফের ছোড়া একটি গুলি জুয়েলের পেঠে বিদ্ধ হয়ে বেড়িয়ে যায়।আহত অবস্থায় জুয়েলকে উদ্যার করে নৌকায় থাকা অন্যরা বাংলাদেশি সীমানায় ফিরে এসে চিকিৎসার জন্য বিকেলের দিকে পার্শ্ববর্তী বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসা সেবা না পাওয়ায় রাত ৮টায় সিলেট এমএমজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া মাত্রই অতিরিক্ত রক্ষক্ষণের মুখে জুয়েল মৃত্যুর কোলে ঢলে পড়েন।রবিবার রাত সোয়া ১০টার দিকে নিহতের পিতা আফাজ উদ্দিন বলেন,পাহাড়ি ঢলের পানিতে অনেক গাছপালা,লাকড়ি,কয়লা জাদুকাটা নদী দিয়ে ভেসে আসে। পরিবারের দারিদ্রতার কারনে অনেকের ন্যায় উপার্জনক্ষম ছেলে জুয়েল অন্যদের সাথে ঢলের পানিতে নৌকা নিয়ে ভেসে আসা গাছ ধরতে গিয়ে স্রোতের তোড়ে নৌকা নিয়ে ভাসতে ভাসতে ভারতীয় সীমানায় অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করলে ভারতীয় বিএসএফ গুলি বর্ষণ করায় সে নিহত হয়।

তিনি আরোও বলেন,জুয়েলের স্ত্রী,নাবালক শিশু সন্তান, ছোট নাবালক দুটি ভাই, বিবাহযোগ্য দুটি বোন ঘরে রয়েছে,সব মিলিয়ে ৯ সদস্যের সংসারের ভরন পোষণ তার উপরই নির্ভরশীল ছিল,তার অবর্তমানে পরিবারের লোকজনের ভরন পোষণ চালিয়ে যাওয়ার মত আমার মত বয়োবৃদ্ধের কোন সহায় সম্পক্তিও নেই।রবিবার রাতে সুনামগঞ্জ-২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম গণমাধ্যমকে বলেন,ঢলের পানিতে ভেসে আসা গাছ ধরতে গিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করায় বিএসএফর গুলিতে জুয়েল নামক এক যুবকের মৃত্যুর বিষয়টি লোকজমুখে জেনেছি,নিহতের পরিবার বিষয়টি বিজিবিকে অবহিত করেননি,এরপরও বিএসএফের গুলিতে ওই যুবক নিহত হওয়ায় বিজিবি ব্যাটালিয়নের পক্ষ হতে ভারতীয় শিলং-১১বিএসএফ কমান্ডেন্টকে কড়া প্রতিবাদপত্র প্রেরণ করব।