logo
আপডেট : ২৩ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৫০
করোনা আক্রান্ত পেসার আবু জায়েদ
অনলাইন ডেস্ক

করোনা আক্রান্ত পেসার আবু জায়েদ

কদিন আগে শ্রীলঙ্কা সফরের জন্য প্রথম দফায় করোনা পরীক্ষা করা হলে তাতে করোনা পজিটিভ হন ব্যাটসম্যান সাইফ হাসান ও ট্রেনার নিক লি। এরপর দ্বিতীয় ধাপে পরীক্ষা করা হয় আরও ২৭ ক্রিকেটারকে।

এদের মধ্যে দ্বিতীয় দিনের পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন পেসার আবু জায়েদ রাহী। এমনটা নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানান, ‘পেস বোলার আবু জায়েদ রাহি কোভিড-১৯ পজিটিভ হয়েছেন। গাইডলাইন অনুযায়ী আইসোলেশনে থেকে তার চিকিৎসা হবে এবং পরবর্তীতে টেস্ট করানো হবে।’

শ্রীলঙ্কা সফরের জন্য দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষা করা ২৭ ক্রিকেটারকে বায়ো সিকিউর প্রটোকলে আনার সিদ্ধান্ত নেয়া হলেও দুই জনের করোনা উপসর্গ থাকায় তাদের সংস্পর্শে আসা ১১ ক্রিকেটারকে রাখা হয়েছিল আইসোলেশনে। বাকি ১৬ ক্রিকেটার ও কোচরা উঠেছিলেন টিম হোটেলে।

গত তিন দিন ধরে শুরু হওয়া দলীয় অনুশীলনও হয়েছে দুই ভাগে। ১১ জন অনুশীলন করেন একাডেমি মাঠে আর বাকি ১৬ জন করেন মূল মাঠে।

এদিকে করোনা আক্রান্ত হওয়া সাইফ হাসান তার ফেসবুক পেজে জানিয়েছেন তার করোনা মুক্ত হবার কথা।

‘আলহামদুলিল্লাহ! আজ কোভিড নেগেটিভ হয়েছি। ১৪ দিন আগে পজিটিভ হয়েছিলাম, এরপর নিজেকে সেলফ-আইসোলেশনে রেখেছিলাম। কিন্তু আমার বাবা-মা আর বোন আমার জন্য যা করেছে, এক পর্যায়ে আমিই ভুলেই গিয়েছিলাম যে আমি কোভিড পজিটিভ।’