logo
আপডেট : ৬ জুলাই, ২০১৯ ২০:১১
চোখের দৃষ্টি ফেরাতে কাজ করছে বগুড়া ওয়াইএমসিএ
ষ্টাফ রিপোর্টার

চোখের দৃষ্টি ফেরাতে কাজ করছে বগুড়া ওয়াইএমসিএ

বগুড়া ওয়াইএমসিএ মানব সেবার ক্ষেত্রে এক অনবদ্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বিশেষ করে বগুড়ায় শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা শিক্ষার আলো ছড়িয়ে দেবার পাশাপাশি ঝড়ে পড়া শিক্ষার্থীদের উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে স্কুলগামী করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখছে। এদিকে সংস্থাটি সারিয়াকান্দি উপজেলার কুতুবপুরে ইপকপ প্রকল্পের মাধ্যমে বগুড়া খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের পরিচালনায় এক দিনের চক্ষু শিবিরের আয়োজন করেছে।

এলাকার গরীব-দুঃস্থ রোগীদের একদিনের চক্ষু শিবির আজ শনিবার সারিয়াকান্দির কুতুবপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়। বগুড়া ওয়াইএমসিএ এর সভাপতি এবং অপথেলমিকস প্যারামেডিকস  মিঃ দিলীপ মারান্ডি এ চক্ষু শিবিরে অংশ নেয় এবং তাকে সহযোগিতা করেন মোঃ নজরুল ইসলাম। এসময় তিনি বলেন, বগুড়া ওয়াইএমসিএ প্রতিষ্ঠালগ্ন হতে অদ্যাবধি বিভিন্ন ধরনের সেবামূলক কাজ অব্যাহত রেখেছে। সংস্থাটি বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় চোখের দৃষ্টি ফেরাতে যে উদ্যোগে গ্রহণ করেছে তা অবশ্যই প্রশংসার  দাবী রাখে। বিশেষ করে সারিয়াকান্দি উপজেলায় বন্যার্তদের ত্রাণ, দুঃস্থদের বিনামূল্যে গৃহনির্মান, ফলজ, বনজ  ও ঔষধি গাছ বিতরন সহ অবহেলিত জনগোষ্ঠীকে সাবলম্বি করার জন্য কাজ করে যাচ্ছে। একদিনের চক্ষু শিবিরে অন্যান্যের মধ্যে অংশ নেন ইপকপ প্রকল্পের ব্যবস্থাপক জাকির হোসেন। চক্ষু শিবিরে শতাধিক রোগীকে চক্ষু সেবা প্রদান করা হয়।