logo
আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ ১৫:১৫
বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠ সিপিও হলেন শাজাহানপুর থানার এস আই
কাহালু (বগুড়া) প্রতিনিধি

বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠ সিপিও হলেন শাজাহানপুর থানার এস আই

বগুড়ার শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর ডেভিড হিমাদ্রী বর্মা এবারের “কমিউনিটি পুলিশিং ডে-২০২০ইং” ঢাকা পুলিশ হেডকোয়ার্টার্স এর মহা পুলিশ পরিদর্শক কর্তৃক বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠ “কমিউনিটি পুলিশিং” (সিপিও) নির্বাচিত হয়েছেন।

শনিবার “কমিউনিটি পুলিশিং ডে-২০২০ইং” উপলক্ষে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বগুড়া জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর আহবায়ক মো. মোজাম্মেল হক (লালু) এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার) বগুড়া জেলা পুলিশের শ্রেষ্ঠ সিপিও এস আই ডেভিড হিমাদ্রী বর্মা ও শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্য দ্বয়কে মহা পুলিশ পরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ বিপিএম পিপিএম (বার) পুলিশ হেডকোয়ার্টাস ঢাকা কর্তৃক স্বাক্ষরিত সম্মাননা স্মারক ও সনদ প্রদান করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন বাবলু, বগুড়া প্রেসকাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান মিলন (সিআইপি), বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, বগুড়া জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি তৌফিক হাসান ময়না।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বগুড়া জেলা কমিউনিটি পুলিশিং ফোরাম এর সদস্য সচিব শাহাদৎ আলম ঝুনু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার তৌহিদুর রহমান মানিক, বগুড়া জামিল মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা নাজমুল হক ও দশম শ্রেণীর ছাত্রী মৌমনি। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আলী হায়দার, মো. আব্দুর রশিদ (অপরাধ), সদর সার্কেল সনাতন চক্রবর্তী, শেরপুর সার্কেল গাজীউর রহমান, নন্দীগ্রাম সার্কেল আহমেদ রাজিউর রহমান সহ ১২টি থানার অফিসার ইনচার্জ, কমিউনিটি পুলিশিং এর সভাপতি/সম্পাদক ও সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, এস আই ডেভিড হিমাদ্রী বর্মা গত ২০/১০/২০১৭ইং তারিখে কাহালু থানায় যোগদান করেন। তিনি থানায় যোগদানের পর হতে সেকেন্ড অফিসারের দায়িত্ব পালন করেন এবং গত ২৮/০৪/২০২০ইং তারিখে বগুড়ার শাজাহানপুর থানায় যোগদান করেন।