logo
আপডেট : ৭ জুলাই, ২০১৯ ২০:৩৫
বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন,কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রেস ইউনিটের উদ্বোধন
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় বাংলাদেশ প্রতিদিন,কালের কণ্ঠ ও ডেইলি সানের প্রেস ইউনিটের উদ্বোধন

বগুড়া সহ উত্তরাঞ্চলের পাঠকের হাতে সবার আগে পত্রিকা পৌছে দিতেই ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এর বগুড়া প্রেস ইউনিট আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো। রবিবার বেলা ১২ টায় বগুড়া শহরের দ্বিতীয় বাইপাস সড়কে কালিবালা প্রেস ইউনিটের ফিতা কেটে উদ্বোধন করেন বগুড়া-১ আসনের এমপি আব্দুল মান্নান।উদ্বোধন শেষে সুধি সমাবেশে বক্তব্য প্রদানকালে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বগুড়া ইউনিটের সার্বিক সফলতা ও সবার সহযোগিতা প্রত্যাশা করে বলেন, আমরা আপনাদের সহযোগিতা নিয়ে বগুড়ার উন্নয়নে ভূমিকা রাখতে চাই।

বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, কালের কন্ঠ সম্পাদক কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন, বগুড়ার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বিপিএম, বিশিষ্ঠ ব্যবসায়ী মুক্তিযোদ্ধা শোকরানা, সদর উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, টিএমএসএস প্রতিনিধি আয়েশা আক্তার। এসময় উপস্থিত ছিলেন কালের কণ্ঠ’র নির্বাহি সম্পাদক মোস্তফা কামাল, নিউজ টোয়েন্টি ফোর এর হাসনাইন খুরশিদ, বগুড়া প্রেসকাব সভাপতি মোজাম্মেল হক, বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ, জেলা পরিষদ সদস্য সাহাদারা মান্নান, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বাংলাদেশ প্রতিদিন বগুড়ার স্টাফ রিপোর্টার আব্দুর রহমান টুলু, কালের কণ্ঠ ব্যুরো প্রধান লিমন বাশার, ফটো সাংবাদিক ঠান্ডা আজাদ, বগুড়া প্রেসকাবের সাবেক সা: সম্পাদক আখতারুজ্জামান, আরিফ রেহমান, সহ: অধ্যাপক ডা: এসএম মিল্লাত হোসেন, শুভ সংঘের সভাপতি আব্দুস সালাম বাবু, বগুড়া প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান, সাংবাদিক আরিফ রেহমান, এইচ আলিম, সাজেদুর রহমান সিজু, ফরহাদ শাহী, জিয়া শাহীন, নাজমুল হুদা নাসিম, মহসনি রাজু, আবু সাঈদ সিদ্দিকী, বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার, বসুন্ধরা গ্রুপের হেড অব ডিভিশন (ইলেট্রিক্যাল) লক্ষণ কুমার দে, চীফ ইঞ্জিনিয়ার আজাদ হোসেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড’র প্রেস ইউনিটের হেড অব প্রেস জাহিদুর রহমান জাহিদ, বগুড়া প্রেস ইউনিটের ম্যানেজার এ্যাডমিন কারিমউল্লাহ, প্রেস ইনচার্জ এমদাদুল হকসহ জেলার বিভিন্ন পর্যায়ের সুধিজন। উদ্বোধনী অনুষ্ঠানটি প্রেস ইউনিট থেকে লাইভ সম্প্রচার করে নিজউ টুয়েন্টিফোর।

পরে হোটেল মম ইন এর পক্ষ থেকে অতিথিবৃন্দদের স্বাগত জানান টিএমএসএস নির্বাহি পরিচালক ড. হোসনে-আরা বেগম ও বিসিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক টিএম আলী হায়দার।
অনুষ্ঠানে এমপি মান্নান বলেন, বসুন্ধরা গ্রুপ দেশের কল্যানে কাজ করছে। দেশসেরা দৈনিক পত্রিকা সহ তিনটি পত্রিকা বগুড়া থেকে প্রকাশ হবে যা অত্যন্ত আনন্দের। ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার কল্যানে দ্রুত খবর পৌছে যাচ্ছে মানুষের কাছে। তারপরেও প্রিন্ট মিডিয়ার গুরুত্ব রয়েছে। দেশ যতদিন থাকবে ততদিন প্রিন্ট মিডিয়া থাকবে। বগুড়া সংবাদপত্র ও সাংবাদিকতায় দেশের মধ্যে গুরুত্বপূর্ন স্থান নিয়ে আছে। উত্তরবঙ্গের রাজধানী বগুড়া। উত্তরের ১৬ জেলার প্রানকেন্দ্র বগুড়ার ভুমি অত্যন্ত উর্বর। এ অঞ্চলের মানুষের সুখ, দু:খ, সমস্যা ও সমাধানের বিষয়ে বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ তুলে ধরে বগুড়াকে আরো এগিয়ে নিবে বলে তিনি প্রত্যাশা করেন।কালের কন্ঠ সম্পাদক কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন বগুড়া প্রেস ইউনিটের শুভ কামনা প্রত্যাশা করে বলেন, উত্তরজনপদে আমরা সবার আগে সবার কাছে পত্রিকা পৌছে দিতে চাই। সে লক্ষ্যেই বগুড়া ইউনিট কাজ করবে।বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড এর ঢাকার পরে বগুড়া হবে কেন্দ্র। বগুড়া আমাদের স্বপ্নের জায়গা। আমরা বগুড়াকে আরো এগিয়ে নিতে চাই। গোটা উত্তরজনপদের উন্নয়নের সাথে থাকবে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। বগুড়াসহ উত্তর জনপদের মানুষের সাথে আমাদের বন্ধন আরো সুদৃঢ় হবে।