logo
আপডেট : ১১ জুলাই, ২০১৯ ১৪:৩৭
তৈরি করুন মজাদার নুডুলস পাকোড়া
অনলাইন ডেস্ক

তৈরি করুন মজাদার নুডুলস পাকোড়া

আজকের রেসিপি মজাদার নুডুলস পাকোড়া। জেনে নেই কিভাবে তৈরি করবেন এই মজাদার নুডুলস পাকোড়া।

যা যা লাগবে
বেসন ৪ টেবিল চামচ, চালের গুঁড়া ২ টেবিল চামচ, আধা প্যাকেট সেদ্ধ নুডুলস, সবজি কুচি (আলু, গাজর, ক্যাপসিকাম, মাশরুম বা পছন্দের যে কোনো সবজি) ১ কাপ, কাঁচা মরিচ কুচি ৪ টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদ বুঝে,পানি পরিমাণমতো, তেল ভাজার জন্য প্রয়োজন অনুযায়ী।

যেভাবে করবেন
প্রথমে পানি দিয়ে বেসন ও চালের গুঁড়া ভালো করে মিশিয়ে ঘন থকথকে ব্যাটারের মতো তৈরি করে নিতে হবে। ভালো করে বেসন মিশিয়ে নিতে হবে যেন দলা না থাকে। এরপর একে একে বাকি সব উপকরণ (তেল ছাড়া) বেসনের মিশ্রণে দিয়ে ভালো করে মিশিয়ে ফেলুন। প্রয়োজনে আরও কিছুটা পানি দিয়ে বড়া ভাজার মতো মিশ্রণ তৈরি করতে হবে।

এরপর চুলায় কড়াই দিয়ে ডুবো তেলে ভাজার জন্য তেল দিয়ে দিন। কড়াইয়ে তেল গরম হলে-অল্প একটু মিশ্রণ হাতে নিয়ে বড়ার মতো গোল চ্যাপ্টা আকার করে দিয়ে দিন। এভাবে একেএকে তেলে দিতে থাকুন এবং বাদামী বা লালচে মুচমুচে করে ভেজে তুলে নিন। একটি কিচেন টিস্যুতে রেখে তেল শুষে নিয়ে মেয়োনিজ বা পছন্দের সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে মজাদার নুডুলস পাকোড়া।