logo
আপডেট : ২৭ জুলাই, ২০১৯ ২১:১৭
শেরপুর সাহিত্য চক্রের সভায় মুনসী সাইফুল বারী ডাবলু’র দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

শেরপুর সাহিত্য চক্রের সভায় মুনসী সাইফুল বারী ডাবলু’র দু’টি গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ার শেরপুরে সাহিত্য চক্রের ৫৭তম পাকি অধিবেশন গত শুক্রবার (২৬জুলাই) বিকালে শেরপুর মহিলা অনার্স কলেজের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মন্ডলীর সদস্য আলহাজ্ব মো. আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনের শুরুতেই সংগঠনের সদস্য সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক বিশিষ্ট লেখক আলহাজ্ব মুনসী সাইফুল বারী সিদ্দিকী (ডাবলু) রচিত "শিকড়ের সন্ধানে" এবং "হিলি থেকে কাশ্মির" নামক দুইটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

পরে পাক্ষিক অধিবেশনে স্বরচিত লেখা ও কবিতা পাঠ করেন- ডা. মো. আমিরুল হোসেন চৌধুরী, গোলাম রসুল, বিশ্বজিৎ চৌধুরী, সুব্রত ঠাকুর, লতিফ আদনান, সুশীল চন্দ্র পাল, মোছা. জাহান আরা, মো. হাফিজুর রহমান, আব্দুস সামাদ, শাহ আলম প্রমুখ। প্রকাশিত গ্রন্থ দুটি সম্পর্কে আলোচনায় অংশ নেন- বিশিষ্ট কবি ডা: মুহম্মদ রহমতুল বারী, আলহাজ্ব আব্দুস সালাম, ডা: আমিরুল হোসেন চৌধুরী, সুলতান মাহমুদ রনি ও সুব্রত ঠাকুর। আলোচকগণ গ্রন্থ দুটি সম্পর্কে জ্ঞানগর্ভ আলোচনা করেন। এরআগে লেখক আলহাজ্ব মুনসী মো. সাইফুল বারী সিদ্দিকী (ডাবলু) তাঁর লেখা দুইটি গ্রন্থ সম্পর্কে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- খন্দকার মাহবুবুর রহমান রাংগা, কে.এম. শামছুর রহমান, কে.এম. সাইফুল ইসলাম, মুসান্না হাবিব, গোলজার হোসেন। অধিবেশনটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন "শেরপুর সাহিত্য চক্র"-এর আহ্বায়ক সুলতান মাহমুদ রনি।