logo
আপডেট : ১৭ আগস্ট, ২০২১ ১৪:২৬
মহাকাশে থ্রিডি প্রিন্টার পাঠাচ্ছে নাসা
অনলাইন ডেস্ক

মহাকাশে থ্রিডি প্রিন্টার পাঠাচ্ছে নাসা

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশে কলোনি স্থাপনের সম্ভাবনা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাচ্ছে। এরই অংশ হিসাবে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠানো হচ্ছে একটি থ্রিডি প্রিন্টার।

মহাকাশে আবাসন নির্মাণে ওই থ্রিডি প্রিন্টারেই চাঁদের আলগা মাটি ও পাথরের অনুকরণে কাঁচামাল তৈরির চেষ্টা চলবে।

বলা হচ্ছে, ‘আর্টেমিস’ প্রকল্পের অধীনে দ্য রেডওয়্যার রিগলিথ প্রিন্ট (আরআরপি) আইএসএস-এর ম্যানডি প্রিন্টার সিস্টেমের সঙ্গে কাজ করবে একযোগে। তৈরি করবে বাড়ি বানানোর নির্মাণ উপাদান রিগলিথ। এ কাঁচামাল ব্যবহার করে নির্মিত অবকাঠামো মহাকাশের বৈরী পরিবেশে টিকতে পারে কি না, তা পর্যবেক্ষণ করবেন আইএসএস-এর নভোচারীরা। আর থ্রিডি প্রিন্টারে টেকসই কাঁচামাল তৈরি সম্ভব হলে চাঁদ ও মঙ্গলে নাসার নির্মাণ সামগ্রী পরিবহণের চাপ কমবে। আরও এক ধাপ এগিয়ে যাবে মহাকাশে কলোনি স্থাপনের স্বপ্ন।

এ প্রকল্প সাফল্য পেলে চাঁদ ও মঙ্গলে নাসার নির্মাণ সামগ্রী পরিবহণের চাপ কমবে-এমনটাই আশা করা হচ্ছে।

বিজ্ঞানীরা মহাকাশের বিভিন্ন গ্রহ বা উপগ্রহের আলগা মাটি ও পাথর আবাসন নির্মাণে ব্যবহারের স্বপ্ন দেখছেন অনেক দিন ধরেই। আরআরপি প্রকল্প থেকে মিলবে বাস্তবসম্মত ফলাফল।