logo
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২ ২৩:১২
করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অশুভ ইঙ্গিত: স্বাস্থ্য ডিজি
অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারা অশুভ ইঙ্গিত: স্বাস্থ্য ডিজি

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম জানিয়েছেন, দেশে করোনাভাইরাস সংক্রমণের হার ২০ শতাংশ ছাড়িয়ে গেছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলাসহ সরকারি ১১ দফা নির্দেশনা মেনে না চললে পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

আজ সোমবার (১৭ জানুয়ারি) বিকেলে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদদপ্তরের বিশেষ এক ভিডিও কনফারেন্সে তিনি এ তথ্য জানান।

খুরশীদ আলম বলেন, 'দেশে করোনা সংক্রমণের হার লাফিয়ে বাড়ছে। সোমবার শনাক্তের হার ২০.৮৮ শতাংশে পৌঁছে গেছে। অনেকেই ধারণা করছেন ওমিক্রনের কারণে দেশে সংক্রমণ বাড়ছে। কিন্তু আমরা বলব দেশে এখনো ডেল্টার সংক্রমণ হচ্ছে, তবে ওমিক্রনও ছড়িয়েছে।'

তিনি বলেন, এখন যারা করোনায় আক্রান্ত হচ্ছে তাদের অধিকাংশই টিকা নেয়নি। এ ছাড়া কো-মরবিডিটির কারণেও মারা যাচ্ছে। দেশে এ পর্যন্ত ওমিক্রনে মোট কতজন মারা গেছে এ সম্পর্কিত সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

দেশে ওমিক্রনসহ করোনাভাইরাস সংক্রমণের অব্যাহত ঊর্ধ্বমুখী ধারাকে অশুভ ইঙ্গিত বলেও উল্লেখ করেন তিনি।