logo
আপডেট : ৮ আগস্ট, ২০২২ ২১:৪৪
বিশ্ববাজারে আরো কমল জ্বালানি তেলের দাম
অনলাইন ডেস্ক

বিশ্ববাজারে আরো কমল জ্বালানি তেলের দাম

চাহিদা কমার পাশাপাশি বিশ্বজুড়ে একটি মন্দার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে কমে চলেছে জ্বালানি তেলের দাম। ট্রেডিং ইকোনমিকস জানায়, আজ সোমবার বিশ্ববাজারে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.১৪ শতাংশ কমে হয়েছে ৮৭.৯৩ ডলার। যা ছয় মাসে সর্বনিম্ন। এর পাশাপাশি লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১.২৯ শতাংশ কমে হয়েছে ৯৩.৭১ ডলার।

এ ছাড়া গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের ডাব্লিউটিআই অপরিশোধিত জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল কমেছে ৬.১০ শতাংশ এবং লন্ডনের ব্রেন্ট অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রতি ব্যারেল ৬.১৮ শতাংশ।

বিশ্লেষকরা জানান, বিশ্ববাজারে চাহিদা কমায় তেলের দাম কমছে। বিশ্বের সবচেয়ে বড় আমদানিকারক চীনের গত জুলাই মাসে তেল আমদানি এক বছর আগের একই সময়ের চেয়ে কমেছে ৯.৫ শতাংশ।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মূল্যস্ফীতির জেরে মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় তেলের চাহিদা কমবে এমন আশঙ্কাতেও দাম পড়ছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের তেলের মজুদও বেড়েছে। এর ফলে রাশিয়ার ইউক্রেনে হামলার ফলে তেলের দাম যেটুকু বেড়েছিল তা আবারও আগের অবস্থায় ফিরে গেছে।