logo
আপডেট : ১ অক্টোবর, ২০২২ ১৭:৩০
র‍্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না : নবনিযুক্ত ডিজি
অনলাইন ডেস্ক

র‍্যাব সংস্কারের প্রশ্নই ওঠে না : নবনিযুক্ত ডিজি

র‍্যাব সংস্কারের কোনো প্রশ্নই ওঠে না মন্তব্য করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে সংস্কারের কোনো কারণ দেখি না। এমন কোনো কাজ র‍্যাব করেনি, যার জন্য সংস্কার করতে হবে। আমরা আমাদের বিধি-বিধান অনুযায়ী কাজ করে যাচ্ছি। আমরা আইনের বাইরে কোনো কাজ করি না।

আজ শনিবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নতুন মহাপরিচালকের ওপর কোনো চাপ সৃষ্টি করবে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘নিষেধাজ্ঞাটা তো সরকারিভাবে মোকাবেলা করা হচ্ছে। তারা যেসব বিষয় আমাদের কাছে চেয়েছে অলরেডি সেগুলোর জবাব আমরা দিয়েছি। জবাব দেওয়ার পর নতুন করে কোনো কোয়েশ্চেন রেইজ করার সুযোগ পায়নি। ’

তিনি আরো বলেন, ‘তারা বললেন এতগুলো লোক আমার উধাও হয়েছে। বলতে তো হবে তারা কারা? আমরা তো বলেছি, কে কোথায় কী অবস্থায় আছে। আমি মনে করি না এটা বড় কোনো চ্যালেঞ্জ সরকার কিংবা আমাদের জন্য। আমরা আমাদের দায়িত্ব পালন করে যাব। ’

নতুন ডিজি আরো বলেন, ‘এটা সত্যি, যারা কাজ করে তাদের ত্রুটি-বিচ্যুতি হতেই পারে। সেটা দেখতে হবে আমি ব্যক্তিস্বার্থে করেছি, না সাধারণ মানুষের স্বার্থে করেছি। ’

‘এসব বিষয় আমরা সরকারিভাবে মোকাবেলা করব’ বলেও উল্লেখ করেন তিনি।