logo
আপডেট : ১ অক্টোবর, ২০২২ ১৭:৩২
সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে
অনলাইন ডেস্ক

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে

চাঁদপুরে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, ‘শান্তি হচ্ছে সকল প্রকার উন্নয়নের পূর্বশর্ত। তাই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ এই শান্তি না থাকলে উন্নয়ন সম্ভব না। ’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ধর্মের নামে মারামারি, কাটাকাটি এবং বিদ্বেষ ছড়িয়ে কোনো অপশক্তি দেশের এই শান্তির পরিবেশ নষ্ট করতে পারবে না।

শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা সিভিল সার্জন ডা. সাহাদাত হোসেন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, পিপি রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা খন্দকার সাইফুলউল্লাহ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল ভৌমিক, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক খলিলুর রহমান, প্রেস ক্লাব সভাপতি গিয়াসউদ্দিন মিলন প্রমুখ।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘সম্প্রতি দিনাজপুর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে যা হয়েছে, তা মূলত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা নয়। কারণ প্রশ্নপত্র সরাসরি কোনো পরীক্ষার্থীর হাতে যায়নি। যেটি হয়েছে তা পদ্ধতিগত ভুলের কারণেই। এ জন্য সংশ্লিষ্ট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ’

শনিবার দুপুরে চাঁদপুরে বেশ কয়েকটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘গত কয়েক বছরে দেশের পাবলিক পরীক্ষাগুলোতে কোনো প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। তবে প্রশ্নপত্র বণ্টন করতে গিয়ে কিছু ভুলের কারণে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তাই প্রশ্নপত্রের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। ’ 

এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘পাঠ্যপুস্তকে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সম্পর্কে বাস্তবসম্মত এবং সময় উপযোগী লেখা স্থান পেতে সব ধরনের উদ্যোগ নিয়েছে সরকার। যার ফলে শিক্ষার্থীরা প্রকৃত শিক্ষার সঙ্গে নিজেদের গড়ে তুলতে সক্ষম হবে। ’

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুরে চাঁদপুর প্রেস ক্লাব চত্বরে পূর্ণয় নামে একটি সংগঠনের আয়োজনে পুঁথিসরণি নামে অনুষ্ঠানে যোগ দেন। পরে পুরানবাজার কলেজে রোবট্রিক সেমিনার ও চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন।