logo
আপডেট : ৪ ডিসেম্বর, ২০২২ ০৩:২১
চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পেলে
অনলাইন ডেস্ক

চিকিৎসায় সাড়া দিচ্ছেন না পেলে

হাসপাতালে ভর্তি হওয়া ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে বেশ সংকটজনক অবস্থায় রয়েছেন।

ব্রাজিলের সংবাদপত্র ‘ফোলহা ডে সাও পাওলো’ জানিয়েছে, কেমোথেরাপি কাজ করছে না পেলের শরীরে। কোনও চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। তাকে রাখা হয়েছে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ।

গত মঙ্গলবার হৃদযন্ত্রের সমস্যা ও শরীর ফুলে যাওয়ায় সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ব্রাজিলের হয়ে তিন বার বিশ্বকাপ জেতা ফুটবলার পেলেকে। তার পর থেকে সেখানেই রয়েছেন তিনি।

হাসপাতাল সূত্রের খবর, এর আগে বিভিন্ন কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) জানা গিয়েছিল, পেলের শারীরিক অবস্থা স্থিতিশীল। তার মেয়ে জানিয়েছিলেন, ভয়ের কোনও কারণ নেই। হাসপাতালের বিছানায় শুয়ে বিশ্বকাপে ব্রাজিল দলকে শুভেচ্ছাও জানিয়েছিলেন পেলে। কিন্তু তার মধ্যেই নতুন করে তার অবস্থার অবনতি হওয়ার খবর পাওয়া গেল।

দীর্ঘদিন ধরে মলাশয়ের ক্যানসারে আক্রান্ত পেলে। গত বছর সেপ্টেম্বর মাসে অস্ত্রোপচার করা হয়েছিল তার। কিন্তু তাতে সমস্যার সমাধান হয়নি। কেমোথেরাপি চলছিল পেলের। সেটাই আর নিতে পারছেন না তিনি।