logo
আপডেট : ৬ ডিসেম্বর, ২০২২ ২০:৩৭
সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক

সৌদি সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামী বৃহস্পতিবার সৌদি আরবে দুই দিনের রাষ্ট্রীয় সফরে যাবেন। যুত্তরাষ্ট্র ও দুই দেশের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই রিয়াদ সফরে চিনপিং যাচ্ছেন বলে আরব দেশটির কূটনীতিবিদ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর সিএনএনের।

সিএনএন ওই প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াদে শি চিনপিংয়ের সফরের সময় সেখানে চীন-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সেখানে ১৪টি আরব দেশের রাষ্ট্রপ্রধান অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে। দুই দিনের ওই সফরে চীন-জিসিসি সম্মেলন হওয়ার কথাও রয়েছে।

চীনের প্রেসিডেন্ট রিয়াদ সফরে যেতে পারেন বলে গত কয়েক মাস ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে এখন পর্যন্ত সৌদি আরব কিংবা চীন সরকারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়নি।

এর মধ্যে গত সপ্তাহেই সঠিক তারিখ নিশ্চিত না করেই শীর্ষ সম্মেলনের খবর সংগ্রহের জন্য সাংবাদিকদের নিবন্ধন ফরম পাঠিয়েছে সৌদি সরকার। শি চিনপিংয়ের সফর এবং নির্ধারিত শীর্ষ সম্মেলন সম্পর্কে তথ্যের জন্য সিএনএন যোগাযোগ করলেও কোনো মন্তব্য করেনি সৌদি প্রশাসন।
সূত্র : সিএনএন