logo
আপডেট : ২১ মে, ২০১৯ ১৪:৪১
ইংল্যান্ডে ঐচ্ছিক অনুশীলনে টাইগাররা
অনলাইন ডেস্ক

ইংল্যান্ডে ঐচ্ছিক অনুশীলনে টাইগাররা

বিশ্বকাপ সামনে রেখে ইংল্যান্ডে ঐচ্ছিক অনুশীলনে ব্যস্ত টাইগাররা। লেস্টারের গ্রাস রোডে অনুশীলন করেছেন দলের প্রায় সবাই।

সাইড স্ট্রেইনে চোটের কারণে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল মিস করেন সাকিব আল হাসান। তবে লেস্টারে পৌছেই ঐদিন সাকিব অনুশীলন করেন ব্যাট হাতে। প্রতিদিনই অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন মুশফিকুর রহিম। ছুটিতে থাকা মাশরাফী, তামিম বাদে বাকীরা সবাই অংশ নিয়েছেন অনুশীলনে।

ঐচ্ছিক অনুশীলন চলবে আরও একদিন। এরপর শুরু হবে বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্প। দলের সাথে যোগ দেবেন মাশরাফী ও তামিম। চারদিনের কন্ডিশনিং ক্যাম্প সেরে কার্ডিফে ২৬মে ভারত আর ২৮মে পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এতদিন আইসিসি ইভেন্টে শুধু মাত্র ভারতের সকল প্রস্তুতি ম্যাচ টিভিতে সরাসরি সম্প্রচার করা হতো, বাকিদের ম্যাচগুলো সাধারণত দেখানো হতো না টিভিতে। তবে এবার এই নিয়মের পরিবর্তন হতে যাচ্ছে।

বিশ্বকাপে এইবার ১০টি প্রস্তুতি ম্যাচের সবগুলোই সম্প্রচার করবে স্টার স্পোর্টস। যার ফলে বাংলাদেশের ভারত ও পাকিস্তান উভয়ের বিপক্ষেই ম্যাচগুলো টিভিতে দেখা যাবে। এ তথ্য নিশ্চিত করে টুইট করেছেন বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাষ্টার স্টার মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সংযোগ গুপ্তা।

২ জুন ওভালে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাংলাদেশ।