logo
আপডেট : ১৭ অক্টোবর, ২০১৯ ২১:৫২
কাহালুতে ইউ পি চেয়ারম্যান ও সদস্যদের অবহিতকরণ কোর্সের সনদপত্র বিতরণ করলেন ডিসি ফয়েজ আহাম্মদ
কাহালু (বগুড়া) প্রতিনিধি

কাহালুতে ইউ পি চেয়ারম্যান ও সদস্যদের অবহিতকরণ কোর্সের সনদপত্র বিতরণ করলেন ডিসি ফয়েজ আহাম্মদ

বগুড়ার কাহালুতে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজনে বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরণের ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), বগুড়ার সহকারী কমিশনার  (গোপনীয়) জি এম রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব হেলাল উদ্দিন কবিরাজ,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু) রওশন আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান, ইউ পি চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন পি এম এম বেলাল হোসেন,  ইউ পি সদস্যদের মধ্যে ফরিদ উদ্দিন প্রমূখ। সামাজিক নিরাপত্তা ও দারিদ্র বিমোচন, সচীব ও গ্রাম পুলিশের দায়িত্ব কর্তব্য, বাজেট, স্থানীয় সরকার ইউ পি পরিষদের ক্রম বিকাশ,সরকারী সম্পদ,স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০১৯, দুর্যোগ ব্যবস্থাপনা, পরিকল্পনা প্রনয়ন ও বাস্তবায়ন, গ্রাম আদালত কার্যক্রম কিভাবে প্রশাসনকে অবহিতকরণ করতে হবে সেই বিষয়ে কাহালু উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য/সদস্যাগনকে  প্রশিক্ষণ দিয়ে সনদপত্র বিতরণ করা হয়।