logo
আপডেট : ২৪ মে, ২০১৯ ১৩:৫৪
চট্টগ্রামে নারী ও শিশুসহ ৫৪ রোহিঙ্গা আটক
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে নারী ও শিশুসহ ৫৪ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার বিভিন্ন এলাকা থেকে নারী ও শিশুসহ ৫৪ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত কোতোয়ালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। আটক ৫৪ রোহিঙ্গার মধ্যে ৮ জন পুরুষ, ১৪ জন মহিলা এবং ৩২ জন শিশু রয়েছে। আটককৃতরা ভিক্ষাবৃত্তিতে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে বলেন, নির্যাতনের শিকার হয়ে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের একটি দল নগরের বিভিন্ন এলাকায় ভিক্ষাবৃত্তি করে। বিশেষ করে লোকজনের সমাগম আছে এমন পাঁচ তারকা রেডিসন ব্লু বে ভিউ হোটেল, এম এ আজিজ স্টেডিয়াম, শিশুপার্ক, সার্কিট হাউজসহ আশপাশের এলাকায় তাদের দৌরাত্ম্য বেশি।

তিনি আরও জানান, ভিক্ষাবৃত্তির নামে তারা মানুষকে বিরক্ত করে। সাধারণ পথচারী, রেস্টুরেন্ট ও পার্কে আসা লোকজনের পথরোধ করে টাকা আদায় করে। রমজান শুরুর পর তাদের দৌরাত্ম্য আরও বেড়েছে। গতকাল বিশেষ অভিযানে মোট ৫৪ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হচ্ছে।