logo
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২০ ১৭:১২
পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উদ্বোধন
পঞ্চগড়ে প্রতিনিধি

পঞ্চগড়ে প্রতিবন্ধী সেবা কেন্দ্রের উদ্বোধন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে পঞ্চগড়ে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থার উদ্যোগে দারিদ্র কল্যাণ সংস্থা প্রতিবন্ধী সেবাকেন্দ্র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ রোববার সকালে স্থানীয় সংসদ সদস্য মজাহারুল হক প্রধান ফিতা কেটে সেবা কেন্দ্রের শুভ উদ্বোধন করেন। এসময় অন্যান্যের মধ্যে জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামীলীগ নেতা মো. লিটন, জেলা আওয়ামীললীগ নেত্রী হুসনেয়ারা বেগম, ৩নং সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ মো. ইমরান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন দারিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. শাহজালাল। এসময় প্রতিবন্ধীদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য দেন ডা. জুলকার নাইম সাগর।

প্রতিষ্ঠানটির মানবতার জানালা কর্মসূচির চিকিৎসক ডা. হাকিম আম্বিয়া আক্তার গ্রামীণ জনপদে কাজ করতে গিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর শারীরিক নানা সমস্যার কথা তুলে ধরেন। এসময় প্রধান অতিথি প্রতিষ্ঠানটিকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
এই সেবা কেন্দ্রে প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিবন্ধীদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে দক্ষ ফিজিও থেরাপিস্টের তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। এছাড়া গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রতিদিন মানবতার জানালা নামের কর্মসূচির মাধ্যমে ‘ডাক্তার এসেছে বাড়িতে চিকিৎসা নিব ফ্রিতে’ স্লোগানে মুজিব বর্ষের প্রথম দিন থেকেই কাজ করে যাচ্ছে। এ পর্যন্ত মুজিববর্ষে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা প্রায় দুই হাজার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করেছে।