logo
আপডেট : ২ জুন, ২০১৯ ২১:১২
বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন
অনলাইন ডেস্ক

বগুড়া-৬ আসনে গোলাম মোহাম্মাদ সিরাজকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন

বগুড়া ৬ আসনে উপনির্বাচনে গোলাম মোহাম্মাদ সিরাজকে চূড়ান্ত দিয়েছে বিএনপি। আজ রবিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জিএম সিরাজকে দলীয় প্রতীক ‘ধানের শীষ’ এ চূড়ান্ত মনোনয়ন দেন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

উল্লেখ্য, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জয়লাভ করলেও সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ না করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়। ফলে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।