logo
আপডেট : ৪ ফেব্রুয়ারী, ২০২০ ১২:৪৮
বগুড়ার শেরপুরে পাটপণ্যের বাধ্যতামূলক ব্যবহার শীর্ষক সভা
শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে পাটপণ্যের বাধ্যতামূলক ব্যবহার শীর্ষক সভা

বগুড়ার শেরপুরে পাট ও পাটপণ্যের উৎপাদন ও অভ্যন্তরীণ ব্যবহার বৃদ্ধি এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন,প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণ শীর্ষক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

“সোনালী আঁশের সোনার দেশ, জাতির পিতার বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে গতকাল সোমবার শেরপুর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী সেখের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা নাজমুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা ভেটেরিনারি সার্জন পিএএ ডা. মো. রায়হান, কৃষি সম্প্রসারন অফিসার সামিদুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুবির কুমার পাল, সমাজসেবা অফিসার ওবায়দুল হক, মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হমিদ, সেমি অটো রাইচ মালিক সমিতির সভাপতি আবু তালেব আকন্দ প্রমুখ।