logo
আপডেট : ৩ জুন, ২০১৯ ২০:৫৩
শিবগঞ্জের মোকামতলা টু সোনাতলা সড়কটি ৪০ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জের মোকামতলা টু সোনাতলা সড়কটি ৪০ কোটি টাকা
ব্যয়ে সংস্কার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে

বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা টু সোনাতলা সড়ক সংস্কার ও প্রশস্থকরণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বাংলাদেশের সড়ক-মহাসড়কগুলি যেখানে যে অংশ খানা খন্দক ছিলো, সেই সড়কগুলো দ্রুত ঈদের আগে সংস্কারের নির্দেশ দিয়েছিলেন সরকারের সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেই ধারাবাহিকতায় মোকামতলা টু সোনাতলা সড়কটি দীর্ঘদিন খানা-খন্দকে ভরপুর ছিল। এই মৌসুমে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল। সেই সঙ্গে সড়কটি সরু থাকায় দূর পাললার কোচ, ট্রাক ওভারটেক করতে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হতো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র স্বদিচ্ছার কারণে প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে মোকামতলা টু সোনাতলা পর্যšত ৩০ কিলোমিটার রিপিয়ারিং, নতুন করে কার্পেটিং ও দু’পার্শ্বে প্রশস্থর কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। ইতিমধ্যেই সড়কটির বেশিরভাগ কাজ সম্পন্নর পথে।

এলাকাবাসী জানান, নির্মাণ কাজটি সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। ব্যবসায়ীদের দাবী মোকমতলা টু সোনাতলা সড়কটির বিশ্বরোড থেকে শুরুতেই ৫’শ মিটার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই এলাকাটি ব্যবসা বাণিজ্য প্রাণকেন্দ্র। একটু বর্ষা হলেই সড়কটিতে পানি জমে থাকে, পানি শুকিয়ে গেলে কাঁদায় ভরপুর হয়ে যায়। এতে করে পথচারীদের ব্যাপক বিড়ম্বনার শিকার হতে হয়। তাই ঈদের পরেই এই অংশটি অতি দ্রুত সংস্কার করে কার্পেটিং করার দাবী জানিয়েছেন। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্ঠানের পরিচালক বাদল এন্ড পার্টনার এর স্বত্বাধীকারী বাদল সিদ্দিকী জানান, ঈদের পরেই মহাসড়কের শুরু থেকে ৫’শ মিটার অতি দ্রুত সম্পন্ন করা হবে। কাজটি তদারকি করছেন, বাদল এন্ড সিদ্দিক পার্টনার। সড়কটির কাজ চলাকালীন সময় পরিদর্শন করেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান, উপ-বিভাগীয় প্রকৌশলী সড়ক ও জনপদ তানিমুল হক। এসময় উপস্থিত ছিলেন, সড়কটি নির্মাণের দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী প্রকৌশলী আনোয়ারুল হক, কার্য সহকারী আব্দুল বারেক। সড়কটিতে সরকারী বিধি মোতাবেক পাথর, বিটুমিন ব্যবহৃত হওয়ায় পরিদর্শনকারীগণ সšেতাষ প্রকাশ করেন।