logo
আপডেট : ৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১৯
বগুড়ায় জবাইয়ের পর আগুনে পুড়ে নৃশংস হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আটক-২
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জবাইয়ের পর আগুনে পুড়ে নৃশংস হত্যাকান্ডের রহস্য উদঘাটন, আটক-২

বগুড়ার দুপঁচাচিয়ার বড়কোলা মাঠ থেকে জবাইয়ের পর আগুনে পুড়ে নৃশংস হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে বগুড়া পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার আলী আশরাফ ভুঁইয়া জানান, পরকিয়া প্রেমের কারনে খুন হয় সেলিম প্রামানিক। খুনের অভিযোগে  রুপালী বেগম এবং তার বাবা আব্দুর রহমান দুজনকে আটক করেছে পুলিশ।

আসামীদের স্বীকারোক্তির উদ্ধৃতি দিয়ে পুলিশ সুপার জানান, রুপালী বেগমের স্বামী বিদেশে থাকায় পরকীয়া প্রেমে জড়িয়ে পরে নিহত সেলিম এবং রুপালী বেগম। এরপর সেলিম রুপালীকে বিয়ে করার চাপ সুষ্টি করে এতে রুপালী রাজি না হওয়ায় তাদের আপত্তিকর ধারনকৃত গোপন ভিডিও তার স্বামীর কাছে প্রেরন করে এতে খিপ্ত হয়ে পরিকল্পনা মতে সেলিমকে খুন করা হয়। সেলিমের বাড়ী বগুড়ার দুপঁচাচিয়া উপজেলার খিদিরপাড়া গ্রামে।

পিতার নাম কফির উদ্দিন। আসামীদের বাড়ী একই গ্রামে। পুলিশ সুপার আরো জানান, আটককৃত রুপালী বেগম এবং তার বাবা আব্দুর রহমানকে আজ আদালতে তুলে ১০ দিনের পুলিশ রিমান্ড চাওয়া হবে।