logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১২:১০
১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী
অনলাইন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ঢাকায় আসছেন মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী

মালয়েশিয়া শ্রমবাজার চালুর বিষয়ে বৈঠকসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে ৬ দিনের সফরে বাংলাদেশে আসছেন দেশটির মানবসম্পদমন্ত্রী এম কুলাসেগারান। আগামী ১৯ ফেব্রুয়ারি রাতে ঢাকায় আসছেন তিনি।

শ্রমবাজার বিষয়ে বৈঠক ছাড়াও কক্সবাজারে রোহিঙ্গা ইস্যুতেও কর্মসূচি রয়েছে এম কুলাসেগারানের। এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সাথে বৈঠক করবেন তিনি।

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রীর এই সফর সময়েই ২৪ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে শ্রমবাজার ইস্যুতে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক।