logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০৯
ভালবাসা দিবস, ফুল কিনতে ব্যস্ত তারা
হিলি (দিনাজপুর)সংবাদদাতা

ভালবাসা দিবস, ফুল কিনতে ব্যস্ত তারা

আজ ১৪ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস। প্রিয় মানুষের ভালবাসাকে রাঙিয়ে দিতে ফুলের চাহিদার কোন সীমা নেই। তাই মনের মানুষকে ফুল দেবার জন্য দিনাজপুরের হিলির বাতেনের বেলী ফুল ঘরে হিড়িক পড়েছে ফুল কেনার। ফুল ঘরে রঙ বেরঙের ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। যুবক যুবতীসহ ফুল নিতে আসছে বিভিন্ন বয়সী মানুষ। বাসন্তী রাঙা শাড়ি, খোপায় গাঁধা ফুল আর কপালে লাল টিপ দিয়ে দখিনা হাওয়ায়  কেশ উড়িয়ে নিজেকে মেলে ধরে আছে তরুনীরা।

বেলী ফুল ঘরের আব্দুল বাতেন বলেন, সকাল থেকে বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা ফুল কিনতে আমার ফুল ঘরে আসছে। এবার বেশ কয়েক রকম নতুন জাতের ফুল সংগ্রহ করেছি। দাম জানতে চাইলে সে বলে,আমার এখানে সব রকমের ফুল রয়েছে। মুল্য হাতের নাগালে একটি গোলাপের একটি স্টীক ৪০ টাকা, রজনীগন্ধার স্টীক ১০ টাকা, গাঁদা ফুলের মালা ৮০ টাকা, গেলোডোলার্স ৩০ টাকা, জার্বরা ৩০ টাকা ,চন্দ্রমুখী ১০ টাকা ও জিপসি-১০ টাকা দামে বিক্রি করছি।

ফুল কিনতে আসা শামীমা নাজনীন বলেন, আজ ভালবাসা দিবস। অনেক সুন্দর করে সেজেছি। তার সাথে একটি গোলাপ ও একটি রজনীগন্ধা ফুলের স্টীক নিয়েছি। ভালবাসার মানুষকে উপহার দিবো বলে।

জুয়েল নামের একজন যুবকের সাথে কথা হলো সে জানায়, ভালবাসা মানে দুটি সুক্ষ্ম মনের অনুভুতি। ভালবাসা মানে মনের আকর্ষণ। ভালবাসা মানে বার বার তার মুখটি সামনে ভেসে আসা। প্রিয়ার জন্য কয়েকটি ফুল কিনেছি। আশা করছি সে হাতে পেলে খুব খুশি হবে আর এটাই ভালবাসা।

একজন দ্বিতীয় শ্রেণিতে পড়ে ছোট ঐশিমনি ছোট ছোট মুখে বলে,আমি ফুল নিতে আসছি। আজ ভালবাসা দিবস, আমার আব্বু আম্মুকে অনেক ভালবাসি। দুটো ফুল নিতে পারলাম না। একটা নিয়েছি, একটা ফুল দিয়ে আব্বা-আম্মুকে ভালবাসা শুভেচ্ছা জানাবো।

স্বামী-স্ত্রী আরিফ ও শিরিন বলেন,নতুন বিয়ে করেছি। বউকে নিয়ে একটু ঘুরাঘুরি। ভালবাসা তো দেখো যায় না । তবে সব সময় অনুভব করতে পারি। আমার স্ত্রীকে অনেক ভালবাসি। তাই ফুল ঘরে এসে একটা গাঁদা ফুলের মালা কিনে তার মাথায় পড়িয়ে দিলাম। তাকে দিলাম হৃদয় নিংড়ানো সবটুকু ভালবাসা।