logo
আপডেট : ১৪ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:২৮
প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড-পাকিস্তান
অনলাইন ডেস্ক

প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড-পাকিস্তান

চলতি মাসের ২১ তারিখ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হবে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২০। যেখানে অংশ নিবে বাংলাদেশও। বিশ্বকাপকে সামনে রেখে চলতি মাসের শুরুতেই অস্ট্রেলিয়া গেছে বাংলাদেশ। বিশ্বকাপে ২৪ ফেব্রুয়ারি গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে সালমা-জাহানারারা। তার আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলবে। অবশ্য প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ কারা সেটা আগেই জানা গিয়েছিল। আজ শুক্রবার আইসিসি প্রস্তুতি ম্যাচের সূচি চূড়ান্ত করেছে। 

আগামী রোববার ব্রিসবেনে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড। আর ২০ ফেব্রুয়ারি একই মাঠে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপে ২৪ ফেব্রুয়ারি ভারতের পর ২৭ ফেব্রুয়ারি স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ২৯ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচে সালমাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ২ মার্চ চতুর্থ ও শেষ ম্যাচটি বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

এবারের বিশ্বকাপে ‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা। আর ‘বি’ গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও থাইল্যান্ড।

দুই গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনাল খেলবে।