প্রকাশিত : ১৩ মে, ২০১৯ ১৭:২৭

পানামায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক
পানামায় ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

উত্তর আমেরিকার দেশ পানামার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কোস্টারিকা সীমান্তের কাছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ভবন ক্ষতিগ্রস্তসহ অন্তত একজন আহত হয়েছেন।

রোববারের এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে নিহতের কোনো খবর জানা যায়নি। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি পানামার প্লাজা দে কাইসান থেকে সাত কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ৩৭ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

পানামার প্রেসিডেন্ট হুয়ান কার্লোস ভ্যারেলা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানিয়েছেন, ভূমিকম্পে কয়েকটি দোকান ও ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পুয়ের্তো আরমুয়েলস বন্দর এলাকায় বাড়ির ছাদ ধসে এক নারী আহত হয়েছেন। ভূমিকম্পটির উপকেন্দ্রের কাছেই পুয়ের্তো আরমুয়েলসের অবস্থান।

স্থানীয় পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, সেখানে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হলেও প্রাথমিকভাবে নিহতের কোনো জানা যায়নি।

পানামার দমকল অ্যাসোসিয়েশন এক টুইটে জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চল থেকে ভূমিকম্প হওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। দমকল বাহিনী স্থানীয়দের শান্ত থাকার অনুরোধ করেছেন।

খবর রয়টার্সের।

উপরে